কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, যিনি বারবার তাঁর বক্তব্যের কারণে সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন, তিনি আবারও এক কান্ড করলেন, হিমাচল এর নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে রাহুল এর বক্তব দিনের পর দিন বিজেপি সরকারকে ইঙ্গিত করেই করছেন তিনি। তিনি ভারত সরকারের মেড ইন ইন্ডিয়া প্রকল্প কে ছোট করার ইঙ্গিত নিয়েই প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি নিজেই হাসির পাত্র হলেন,এই সময় তার বিরোধতা এবং বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জবাব দেন। প্রকৃতপক্ষে, হিমাচলে একটি বক্তিতায় রাহুল বলেছিলেন, আমি সেই দিনগুলি দেখতে চাই, যখন চীনা তরুণরা সেলফি নিলে ভারতের একটি ছেলের রোজগার হবে । টুইটারে সম্বিত পাত্র তিনি এমনি কান্ড করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনে, একটি সভায় তিনি বলেন তিনি চাইবেন যখন একজন ভারতীয় ব্যক্তি বিদেশে সাধারণ মানুষকে কিনে নেয়, তার সাথে বলেন উত্তরপ্রদেশকে তৈরী করবে বিদেশে লখনৌ বানানে সারা দেশে এমন আবোলতাবোল বক্তিতা দিতে দিতে তিনি বুজতে পারেন তিনি ভুল ভাল বলছেন তার পর এই নিয়ে তিনি ক্ষমাও চান,সভায় বসে থা...
Comments
Post a Comment